কলকাতায় কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান। কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি। দীর্ঘক্ষণ কথাও হল দু’জনের। তবে, কী নিয়ে কথা হয়েছে, তা জানা যায়নি।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী তখন মেদিনীপুর। এদিন কলকাতায় এসে পৌঁছন কেরালার রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। মেদিনীপুর থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। সেখানেই কেরালার রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি।
বছর ঘুরলেই লোকসভা ভোট। ২৪-র আগে বিরোধী ঐক্যে শান। সম্প্রতি কলকাতায় এসে মমতার সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। নবান্নে এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু কেরলের রাজ্যপাল হঠাৎ কেন বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন? কী আলোচনা হল দু’জনের? জোর জল্পনা রাজনৈতিক মহলে।