নীতীশ কুমারের ডাকে ২৩ জুন পাটনায় হতে চলেছে বিরোধ দলগুলির বৈঠক। এর আগে এই বৈঠক ১২ জুন হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত রাখা হয়। অবশেষে বৈঠকটি হচ্ছে । বুধবার এ খবর জানিয়েছেন জেডি (ইউ) প্রধান লালন সিং। তিনি জানিয়েছেন, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নীতীশ কুমারকে পাটনায় এই বৈঠক ডাকার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও এই বৈঠকে থাকবেন। ফলে ২৩ জুন পাটনায় মুখোমুখী হতে পারেন মমতা-রাহুল।
লালন সিং জানিয়েছেন,’আগামী ২৩ জুন পাটনায় বিরোধী দলগুলির বৈঠক হচ্ছে। প্রত্যেকটি বিরোধী দল এই বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন।’ তিনি জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিআই-এর ডি রাজা, সিপিএমের সীতারাম ইয়েচুরি এবং সিপিআইএমএলের দীপঙ্কর ভট্টাচার্য-সহ সমস্ত বিরোধী দলের নেতারা উপস্থিত থাকবেন।
২০২৩-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে বেশ কয়েক মাস ধরে সক্রিয় হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, এপ্রিল এবং মে মাসে মল্লিকাজুন খাড়্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পওয়ার-সহ একাধিক বিরোধী নেতার সঙ্গে দেখা করেন।