কুস্তিগিরদের অদম্য প্রতিবাদের সামনে অবশেষে ঢোঁক গিলতে বাধ্য হল কেন্দ্র। আগামী
১৫ই জুনের মধ্যে বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চলা তদন্ত শেষ হবে। আজর বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বৈঠকের পর কেন্দ্র এই আশ্বাস দিয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, কুস্তি ফেডারেশনে নিরপেক্ষ নির্বাচন করা হবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দেওয়া প্রস্তাব অনুযায়ী, সেই নির্বাচনে ব্রিজভূষণ কিংবা তাঁর পরিবারের কোনও সদস্য অংশ নিতে পারবে না। প্রসঙ্গত, কুস্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে চলতি বছরের জানুয়ারি থেকে আন্দোলন করছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, বজরং পুনিয়া সহ আন্তর্জাতিক স্তরে পদকজয়ী কুস্তিগিররা।
স্বাভাবিকভাবেই, কুস্তিগিরদের আন্দোলনে গোটা দেশ আন্দোলিত হয়ে উঠেছে। কিন্তু এই আন্দোলন নিয়ে মোদী সরকারের ঔদাসীন্যতা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে। অনেকেই দাবি করেন, ব্রিজভূষণ বিজেপি সাংসদ, তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে গড়িমসি করছে মোদী সরকার। এমনকী বিজেপি সাংসদের বিরুদ্ধে প্রথমে এফআইআর নিতেও চায়নি দিল্লী পুলিশ। যদিও পরে সুপ্রিম কোর্টের নির্দেশে দু’টি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। কুস্তিগিরদের আন্দোলন নিয়ে চাপ বাড়ায় সম্ভবত এবার নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছে মোদী সরকার। এদিন কেন্দ্রের আশ্বাসের পর বজরংরা জানিয়েছেন, ১৫ই জুন পর্যন্ত তাঁদের আন্দোলন স্থগিত থাকবে। তার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা। অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কুস্তিগিররা। ‘‘কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে, ১৫ই জুনের মধ্যে তদন্ত শেষ হবে। আমরা দাবি করেছিলাম, আমাদের বিরুদ্ধে দিল্লী পুলিশ যে এফআইআর করেছিল সেগুলো তুলে নিতে হবে। ওরা তাতে রাজি হয়েছে। যদি ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ না হয় তা হলে আমরা আবার আন্দোলন শুরু করব’’, জানিয়েছেন সাক্ষী মালিক।