নেই স্বস্তির আভাস। রাজ্যজুড়ে ক্রমশই ঊর্ধ্বগামী তাপমাত্রার পারদ। আজ, বুধবার পর্যন্ত প্রায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে সারা বাংলাজুড়ে। সোমবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে বলে জানা গিয়েছে। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় সামান্য বৃষ্টি হলেও সোমবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি ও চরম অস্বস্তি থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও সোমবার কার্যত একইরকম পরিস্থিতি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলি জেলায়।
প্রসঙ্গত, রবিবার খুব কম এক পশলা বৃষ্টি পেলেও সেভাবে স্বস্তি ফেরেনি পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গল ও বুধবার খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং বাদে, বাকি সমতলের প্রায় গোটা অংশে সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি সোমবার মূল পার্বত্য এলাকা বাদে দার্জিলিং জেলার সমতল এলাকার কিছু অংশে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এর সমতল অংশ জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে থাকবে তাপপ্রবাহের সতর্কবার্তা।
এর পাশাপাশি, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বর্ষণ হতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়তে। গরম বাড়বে দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে। বুধবার পর্যন্ত চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও তাতে অস্বস্তি কমবে না। তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হবে কলকাতায়। বেলা যত বাড়বে, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ততই সমস্যায় ফেলবে আমজনতাকে।