সম্প্রতিই অনূর্ধ্ব-১৮ এশীয় যুব অ্যাথলেটিক্স প্রতিযোগিতাতে স্বর্ণপদক জিতেছিলেন বঙ্গতনয়া রেজওয়ানা মল্লিক হিনা। এবার অনূর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতাতেও এল সোনা। রবিবার দক্ষিণ কোরিয়ার ইচিয়নে এই পদক জিতেছেন নদিয়ার ১৬ বছরের কিশোরী। মহিলাদের ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন হিনা। সময় নিয়েছেন ৫৩.৩২ সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার কিশোরীর থেকে .৩৯ সেকেন্ড আগে শেষ করেছেন হিনা। দৌড় শুরু হওয়ার পরেই থেকেই এগিয়ে গিয়েছিলেন তিনি। যত সময় গড়িয়েছে, তত সোনা জেতার কাছে পৌঁছে গিয়েছেন হিনা।
উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে উজবেকিস্তানের তাসখন্দে অনূর্ধ্ব-১৮ এশীয় যুব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন হিনা। সেখানে সময় নিয়েছিলেন ৫২.৯৮ সেকেন্ড। নদিয়ায় বাড়ি হলেও বেঙ্গালুরুর অর্জুন অজয়ের কাছে কোচিং নেন তিনি। চলতি অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় রবিবার দু’টি সোনা ও একটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। এর ফলে তিনটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ নিয়ে জাপানের পরে পদক তালিকায় দ্বিতীয় স্থানে ভারত। হিনা ছাড়া সোনা জিতেছেন ভারতপ্রীত সিংহ। পুরুষদের ডিসকাস প্রতিযোগিতায় ৫৫.৬৬ মিটার ছুঁড়ে সোনা জিতেছেন তিনি। পাশাপাশি, মহিলাদের ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় ভারতের অন্তিমা পাল রুপো জিতেছেন।
