জনগণের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পল। আজ করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের শিবকালীনগর এলাকায় তাঁর গাড়ি আটকে বেশ কয়েকজন বিক্ষোভ দেখান। তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। এই ঘটনা নিয়ে জোর চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, কাকদ্বীপের মধুসূদনপুরের ১৫জন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েন। শনাক্ত হয় তিনজনের দেহ। নিখোঁজ ও মৃতদের পরিবারকে সমবেদনা জানাতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। বেলা ১২টা নাগাদ মৃত যুবক মইনুদ্দিন শেখের বাড়িতে দেখা করতে যান তিনি। সেসময় তাঁর গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে আমজনতা।
এবিষয়ে তৃণমূলের দাবি, এলাকার বহু মানুষ এখনও নিখোঁজ। তাই স্থানীয়রা চিন্তিত। তা সত্ত্বেও এলাকায় রাজনীতি করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা। তাই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। বিজেপি বিধায়ককে কটাক্ষ করেছেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। “তৃণমূল নয়, জনরোষে পড়েছিলেন বিজেপি নেত্রী। পুলিশ প্রশাসনকে আগে কোনও কিছু না জানিয়েই তিনি এলাকায় গিয়েছিলেন তাই সমস্যা”, জানিয়েছেন তিনি।