আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সারা বাংলায় জনসংযোগ আরও দৃঢ় করে তুলতে বদ্ধপরিকর রাজ্যের শাসকদল তৃণমূল। সেজন্যই ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, অর্থাৎ সোমবার হুগলির উদ্দেশে রওনা দেবেন তিনি। প্রথমে জাঙ্গিপাড়া থেকে শুরু করে চণ্ডীতলা, জনাই হয়ে সিঙ্গুরের দিকে যাবেন। আর তার মাঝেই চেখে দেখবেন জনাই বাজারের বিখ্যাত মনোহরা মিষ্টি। কাজে দোকান মালিক এবং স্থানীয়দের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
উল্লেখ্য, প্রতি বছর কলকাতায় রাজ্য সরকারের একাধিক খাদ্যমেলায় অংশ নেয় জনাইয়ের মনোহরা। জনাইয়ের কমলা সুইটসের মালিক স্বপন কুমার দাস পুরস্কারও জিতেছেন। তিনি বলেন, “জনাইয়ের মনোহরা বিখ্যাত। এই মিষ্টির জন্য বহু পুরস্কারও পেয়েছি। আর এবার দোকানে খেতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা জনাইয়ের গর্বের দিন হবে।” কাজুবাদাম ও অন্যান্য সামগ্রী দিয়ে মনোহরা তৈরি করা হয়। সেভাবেই হবে। আর যদি কেউ স্পেশ্যাল কিছু করে দিতে বলেন তাও করা হবে বলেও জানিয়েছেন স্বপনবাবু। কমলা সুইটসের এক বিক্রেতা তপন চট্টোপাধ্যায় বলেন, “অভিষেকদা আসবেন এটা জনাইয়ের মানুষের কাছে গর্বের। তাঁকে সবরকমভাবে খুশি করতে প্রস্তুত আমরা।” তাঁদের বিশ্বাস, বিখ্যাত মনোহরা খেয়ে খুশি হবেন অভিষেক। তাঁর অপেক্ষাতেই প্রহর গুনছে জনাইবাসীরা।