উড়িষ্যার বাহানাগার কাছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে খড়গপুর-ভদ্রক লাইন। ফলত ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আগামী সোমবার বিকেলের আগে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয় বলে ইঙ্গিত দিল দক্ষিণ পূর্ব রেলের। ফলে আগামী দু’দিন ওই লাইনে ট্রেন চলাচলে সমস্যা থাকবে। দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে শনিবার দিল্লী থেকে বিমানে কলকাতা আসে ফরেন্সিক দল। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর তাদের সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে হবে রেলকে। এর আগে লাইন পরিষ্কার করা সম্ভব নয়। নানা ধরণের ডেটা, স্থানীয়দের সঙ্গে কথার পাশাপাশি আগে কোনও সমস্যা হয়েছিল কি না, এমনকী ষড়যন্ত্রের কোনও বিষয় আছে কি না, ফরেনসিক দলটি সেসবেরই নমুনা নেবে।
প্রসঙ্গত, নমুনা সংগ্রহের পর লাইন মেরামত, স্লিপার ঠিক করা, ছিঁড়ে যাওয়া ওভারহেড, সিগন্যাল, মাস্ট সব মেরামতি করার পর ট্রেন চলাচলের সবুজ সংকেত দেবে রেল। এজন্য কম করে আরও দেড় দিন সময় লাগবে বলে শনিবার বিকেলে ইঙ্গিত দিয়েছে ওই রেলের অপারেশন বিভাগের আধিকারিকরা। দুর্ঘটনার পর শনিবার ৫৮টি ট্রেন বাতিল করা হয়। রবিবারও বাতিল থাকবে সেগুলি। ৮১টি ট্রেন ঘুরপথে ঝাড়সুগুদা হয়ে যাতায়াত করবে। ১০টি ট্রেন স্বল্প দূরত্বে চলছে। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, পুরীর দিকের লাইনটি মেরামতির জন্য কাজ শুরু হয়েছে পুরোদমে। সাতটি ফকলিং মেশিন, চারটি হাইপারসিটি ক্রেন সহযোগে দিবারাত্রি কাজ চালিয়ে যাচ্ছেন প্রায় হাজার শ্রমিক।