রাজ্যজুড়ে গরমের দাপুটে ইনিংস চলছেই। নেই বৃষ্টির দেখা। এদিকে ফের নতুন করে শুরু হয়েছে তাপপ্রবাহ। শুধু দক্ষিণবঙ্গে নয়, একই পরিস্থিতি উত্তরেও। পার্বত্য জেলাগুলি ব্যতীত বাকি সবক’টি জেলাতেই গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত এমনই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজ্যজুড়ে। তবে সবথেকে খারাপ অবস্থা হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি দুটোই হবে। এমনকী লু বইতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে। অন্যদিকে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি বেশি থাকবে।
শনিবার দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে একেবারেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা, হাওড়া-সহ দক্ষিণের সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এই সময়ে চরম অস্বস্তি থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এদিকে সোমবার ও মঙ্গলবারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের নীচের দিকে জেলাগুলি, যেমন কোচবিহার, জলপাইগুড়্মা লদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বৃষ্টি না হলে অল্পবিস্তর গরম পড়তে পারে দার্জিলিং ও কালিম্পংয়েও। কলকাতায় আগামী চার দিন চরম অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। রবিবার থেকে সোমবারের মধ্যে হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অস্বস্তি কমাবে না। বরং ভ্যাপসা গরম আরও বাড়াতে পারে