সাম্প্রতিক সময়ের দেশের সবচেয়ে বড় রেল দুর্ঘটনার সাক্ষী উড়ষ্যার বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬১ জন। আহতের সংখ্যা হাজার ছুঁইছুঁই।
এই পরিস্থিতিতে দুর্ঘটনাস্থলে শুক্রবার রাতেই কার্যত ছুটে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। আর সকাল হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালেশ্বরে হাজির হন। দীর্ঘক্ষণ দুর্ঘটনাস্থলে থেকে তিনি খতিয়ে দেখেন গোটা পরিস্থিতি। বাংলার যাত্রীদের সুরক্ষা নিয়ে চিন্তিত তৃণমূল। তাঁদের ভালভাবে উদ্ধার করে রাজ্যে ফেরানোই এখন প্রধান লক্ষ্য। এসবের জেরে শনিবারের মতো নিজের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’ স্থগিত রাখলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, রেল দুর্ঘটনায় বাংলার মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং তুলনামূলক ভাবে কম আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আহতদের কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথাও ঘোষণা করেন মমতা। তিনি বলেন,’বাংলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাঁরা আহত হয়েছেন দরকার হলে তাঁদের কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করাব।’