এবার বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। আজ আদালত থেকে বেরনোর সময় ধৃত কুন্তলের দাবি, বিজেপির ইশারায় চলছে ইডি। শুভেন্দু অধিকারীরা গত ৩০শে মে’র কললিস্ট খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন কুন্তল। শুক্রবার আলিপুর আদালতে যাওয়ার সময় কুন্তলের সাংবাদিকদের সামনে অভিযোগ করেন যে ইডি তদন্তকে ভুলপথে চালিত করছে। কুন্তলকে এও বলতে শোনা যায়, সাহস থাকলে তাঁর বয়ান সামনে আনুক তদন্তকারীরা। আদালত থেকে বেরনোর সময়েও ইডিকে একহাত নেন তিনি।
কুন্তল বলেন, “আমার ১লা ফেব্রুয়ারির স্টেটমেন্ট নিয়ে ইডি মিথ্যে বলছে। আদালতে ফাঁসাচ্ছে। ইডি মিথ্যাচারের ভিত্তিতে তদন্ত করছে। কাকুকে আমি কোনও টাকা দিইনি। ইডি বিজেপির ক্যাডার হয়ে কাজ করছে। তারা পাবলিক সার্ভেন্ট। তাদের বস শুভেন্দু অধিকারী নন। শুভেন্দু অধিকারী ফোন চেক করা হোক। ৩০মে শুভেন্দু কতবার ইডি অফিসারদের ফোন করেছিলেন দেখা হোক।” ইডি শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে কেন গ্রেপ্তার করছে না, সে প্রশ্নও তোলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। এদিন কুন্তল ঘোষ-সহ তিনজনকে পেশ করা হয় আলিপুর আদালতে।