গত ২১ জানুয়ারি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। তাঁর বিরুদ্ধে পেশ করা চার্জশিট সংক্রান্ত কিছু ব্যাখ্যা চেয়েছিলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।
সিবিআইকে পরবর্তী শুনানির দিন পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু শুক্রবার শুনানির সময় চার্জশিট সংক্রান্ত ব্যাখ্যা দেওয়ার জন্য সিবিআই এক মাস সময় চাইতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারক চট্টোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, ‘এত দিন সময় দেওয়া যাবে না। আজই দেওয়ার কথা ছিল। আপনারা অত্যন্ত ক্যাজুয়াল।’ শেষ পর্যন্ত সিবিআইকে আরও ১৪ দিন সময় দেওয়ার কথা বলেন বিচারক।