রাজ্যজুড়ে অব্যাহত গরমের দাপট। ক্রমশ ঊর্ধ্বগামী হচ্ছে তাপমাত্রার পারদ। আগামী ৭ই জুন পর্যন্ত বাংলায় জেলা ভেদে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। শুক্রবারও তাপপ্রবাহ বয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। শুক্রবার সরকারিভাবে তাপপ্রবাহ ঘোষণা না করা হলেও তাপপ্রবাহ অনুভূত হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, হুগলি, কলকাতায়। ৩ ও ৪ঠা জুন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলে সামান্য বৃষ্টি হতে পারে।
প্রসঙ্গত, পশ্চিমের শুষ্ক হাওয়া গ্রাস করেছে প্রায় সারা বাংলাকেই। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে নিতান্ত প্রয়োজন ছাড়া রোদে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। চৈত্রের সঙ্গে এই তাপপ্রবাহের ফারাক আছে। সেবার শুষ্ক তাপপ্রবাহ ছিল। এবার প্রাক বর্ষা জলীয় বাষ্প পরিপূর্ণ তাপপ্রবাহ চলবে। এবার পশ্চিমাঞ্চলের জেলা ছাড়া রাজ্যের বাকি অংশ আর্দ্র এবং অত্যন্ত উষ্ণ। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে রাতের অর্থাৎ ন্যূনতম তাপমাত্রাও। কলকাতায় বৃহস্পতিবার দিনের তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রির ঘরে ছিল। খাতায় কলমে তাপপ্রবাহের কবলে না পড়লেও শুক্রবার তাপপ্রবাহের প্রভাব অনুভব করবে শহরবাসী। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।