এবার এরাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
Librarian of Rural Library পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একইসঙ্গে থাকতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে পাশ করার শংসাপত্র। এছাড়াও আবেদনকারীদের বাংলা ভাষা জানতে হবে। কম্পিউটাারের কাজ জানাও এক্ষেত্রে আবশ্যক।
এই পদে চাকরির জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদনের যোগ্য। তবে তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে। Librarian of Rural Library পদে চাকরি মিললে মাসে বেতন হবে ২২,৭০০ টাকা। এই পদে চাকরি মিললে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট দেখতে পারেন। এক্ষেত্রে এই লিংকটি দেখুন- https://mgnregaalipurduar.org/librarian/। আগামী ১৫ জুন, ২০২৩-এর মধ্যে এই পদে চাকরির জন্য আবেদন জানাতে হবে।