সারা ভারতবর্ষের মধ্যে ফের উজ্জ্বল হয়ে উঠল বাংলার নাম। এবার ফ্লোরেন্স নাইটেঙ্গল পুরস্কার পাচ্ছেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির অবিস্মিতা ঘোষ। উল্লেখ্য, দেশের সর্বোচ্চ নার্সিং সম্মান হল ফ্লোরেন্স নাইটেঙ্গল অ্যাওয়ার্ড। স্বাস্থ্য পরিষেবায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এই নিয়ে ধূপগুড়িতে পর পর তিনজন এই নাইটেঙ্গল পুরস্কার পেলেন। ২০২০ সালে সুনীতা দত্ত, ২০২১ সালে স্মিতা কর এবং ২০২২ সালে অবিস্মিতা ঘোষ। পর পর নার্সিং জগতের বৃহত্তর পুরস্কার পাওয়াতে গর্বিত ধূপগুড়ির সাধারণ মানুষ। অবিস্মিতা ঘোষ ২০০৯ সাল থেকে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে কর্মজীবন শুরু করেন। বর্তমানে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতা গ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মরতা তিনি।
স্বাভাবিকভাবেই, এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। আশা-র সহকর্মীরা জানান, “দিদির সাফল্যে আমরা গর্বিত। ফের ধূপগুড়ির নাম উজ্জ্বল করল দিদি।” এই প্রসঙ্গে অবিস্মিতা ঘোষ জানায়, “অবশ্যই পুরস্কার পেয়ে ভালো লাগছে। নিজের কাজের জন্য যদি পুরস্কৃত হই, তাহলে অবশ্যই ভালো লাগে। তবে দায়িত্ব আরও অনেকটা বেড়ে গেল। ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করবেন বলে জানিয়েছেন অবিস্মিতা ঘোষ।” এই খবরে আনন্দিত ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। “আজকে ধূপগুড়ি বাংলার মধ্যে একটি ব্র্যান্ডের জায়গায় চলে গিয়েছে। শিক্ষা থেকে খেলাধুলা, খেলাধুলা থেকে সমাজসেবা প্রত্যেকটি ক্ষেত্রে ধূপগুড়ি এগিয়ে। তাই আমরা খুব খুশি”, জানিয়েছেন তিনি।
