অবশেষে প্যারিস সাঁ জাঁ ছাড়ছেন লিও মেসি। এবার পিএসজি ক্রিস্তোফ গালতিয়ের নিজেই জানিয়ে দিলেন, ক্লেরমন্টের বিরুদ্ধে ক্লাবের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। ৪ঠা জুন পিএসজি-র প্রতিপক্ষ ক্লেরমন্ট। মেসি যে প্যারিসের ক্লাবটা ছাড়বেন, তা জানা ছিল সবারই। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছিল না। সরকারি সিলমোহরও দিচ্ছিলেন না পিএসজির কেউই। বৃহস্পতিবার গালতিয়ের জানান, ”ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ প্লেয়ারকে কোচিং করার সুযোগ পেয়েছি। ক্লেরমন্টের বিরুদ্ধে সপ্তাহের শেষে নামবে পিএসজি। সেটাই হবে প্যারিস সাঁ জাঁয় মেসির শেষ ম্যাচ।” ২০২১ সালে পিএসজি-তে যোগ দেন এলএম ১০। পিএসজি-র জার্সিতে ২১টি গোল করেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, পিএসজি-পর্বে বিতর্ক পিছু ছাড়েনি মেসিকে। অস্বস্তিতে কেটেছে তাঁর দিবারাত্রি। ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে চলে গিয়েছিলেন। পিএসজি সমর্থকরা বিষয়টাকে ভাল ভাবে নেননি। দু’সপ্তাহের জন্য তাঁকে সাসপেন্ড করে ক্লাব। এমনকী দলের সঙ্গে তাঁর প্র্যাকটিসে যোগ দেওয়ার উপরও জারি হয় নিষেধাজ্ঞা। এহেন পরিস্থিতিতে ক্ষমা চান লিও। মেসি ক্ষমা চাওয়ার পর তাঁর শাস্তি কমিয়ে দেয় ক্লাব। মাঠেও নামেন মেসি। কিন্তু সমর্থকরা ক্ষমা করেননি বিশ্বচ্যাম্পিয়নকে। প্রতিপক্ষ অ্যাজাসিও-র বিরুদ্ধে মেসিকে কটাক্ষের মুখোমুখি হতে হয়। ম্যাচ চলাকালীন মেসির দিকে উড়ে এসেছিল বিদ্রূপাত্মক কথা।
