মহিলাদের আইএফএ শিল্ডে অব্যাহত লাল-হলুদের জয়যাত্রা। খেতাব থেকে মাত্র একটি ম্যাচ দূরে ইস্টবেঙ্গল। বুধবার পশ্চিমবঙ্গ পুলিশকে ৩-০ গোলে হারিয়ে মেয়েদের প্রথম আইএফএ শিল্ডের ফাইনালে উঠল তারা। জোড়া গোল করেন তুলসী হেমব্রম। ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন তুলসী। ৮৭ মিনিটে ২-০ করেন মৌসুমী মুর্মু। সংযুক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন তুলসী।
প্রসঙ্গত উল্লেখ্য, মেয়েদের প্রথম আইএফএ শিল্ডে শুরু থেকেই দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গলের মেয়েরা। প্রথম ম্যাচে নদীয়া জেলা দলকে ৮-০ গোলে হারান মৌসুমীরা। দ্বিতীয় ম্যাচে ১১-০ গোলে জয় চাঁদনি এসসির বিরুদ্ধে। বুধবার সেমিফাইনালে ৩-০ গোলে জিতল মশালবাহিনী। প্রতিযোগিতার অন্য সেমিফাইনালে চাঁদনিকে কার্যত দাঁড়াতেই দেয়নি শ্রীভূমি। ৫-১ গোলে জেতে তারা। হ্যাটট্রিক করেন সুজাতা মাহাতো। একটি গোল করেন তিতলি সরকার। চাঁদনির হয়ে পুনম বার্লা একমাত্র গোলটি করেন।