শীঘ্রই রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা? ফুটবলমহলে ঘনীভূত হয়েছে এমনই জল্পনা। চলতি গ্রীষ্মেই স্পেনীয় ক্লাবটির সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করতে পারেন বেঞ্জ, এমনটাই শোনা যাচ্ছে। পাশাপাশি কিছু সূত্র অনুযায়ী, ৩৫ বছরের স্ট্রাইকারের সঙ্গে সৌদির ক্লাব আল এতিহাদের কর্তাদের কথাবার্তা নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে। বলা হচ্ছে, বেঞ্জেমার সেই ক্লাবে সই করাটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আল এতিহাদে গেলে তাঁর পকেটে আসতে পারে বছরে প্রায় ৮৮৩ কোটি টাকা। যদিও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনও মন্তব্য করেনি। বরং কয়েক দিন আগে শোনা গিয়েছিল, পরের মরসুম পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হয়েছিলেন বেঞ্জেমা।
পাশাপাশি, নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলতে দেখার জল্পনাও শোনা যাচ্ছে। ব্রাজিলীয় তারকা নিজেই নাকি ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে আগ্রহী। দাবি ইংল্যান্ড ও ফ্রান্সের সংবাদমাধ্যমের। একা নেমার নন, ম্যান ইউয়ের নজরে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনও। প্যারিস সঁ জরমঁ-র সঙ্গে নেইমারের বিচ্ছেদ কার্যত চূড়ান্ত। ব্রাজিলীয় তারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। নেমারকে নিতে আগ্রহী আর্সেনালও। কিন্তু ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, ব্রাজিলীয় তারকা নাকি বেশি আগ্রহী ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে। গত সপ্তাহেই ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগকে প্রশ্ন করা হয়েছিল নেমারের যোগদান নিয়ে। সরাসরি কোনও উত্তর না দিলেও সম্ভাবনার কথা উড়িয়ে দেননি ডাচ ম্যানেজার।