দেশের প্রধানমন্ত্রী পথে শপথ নেওয়ার পর থেকেই ভারতবাসীর উদ্দেশ্যে বারবার নানান প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। এতবছর ধরে মোদী এবং তাঁর পারিষদদল সব সময় দাবি করে চলেছে, তাঁদের সরকারের নেতৃত্বেই নাকি দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এবার সেই দাবিকে নস্যাৎ করে দিল খোদ কেন্দ্রের রিপোর্টই! গতকাল অর্থাৎ বুধবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০২২-২৩ অর্থ বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল জিডিপির ৭.২ শতাংশ। বিগত অর্থবর্ষের তুলনায় তা প্রায় ২ শতাংশ কম। ২০২১-২২ অর্থ বছরে আর্থিক বৃদ্ধির হার ছিল জিডিপির ৯.১ শতাংশ।
উল্লেখ্য, এর পাশাপাশি কোর সেক্টরের অগ্রগতিও থমকে রয়েছে। আটটি কোর সেক্টরের অগ্রগতি এপ্রিলে কমে ৩.৫ শতাংশে এসে থেমেছে। যা ছ’মাসের মধ্যে সর্বনিম্ন। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, অপরিশোধিত তেল, তৈল সংশোধনাগারের পণ্য উৎপাদন, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় কোর সেক্টরের পতন হচ্ছে। যা দেশের অর্থনীতির জন্য একেবারেই আশাব্যঞ্জক নয়।