সারা দেশজুড়ে চলছে তোলপাড়। দিল্লীতে এখনও আন্দোলনে অনড় কুস্তিগিরা। এবার তাঁদের সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিলেন চুঁচুড়ার পদকজয়ী ক্রীড়াবিদ সংগ্রাম মল্লিক। প্রায় ৪০ কিলোমিটার পদযাত্রা করেন তিনি। গলায় ছিল প্রতিবাদী পোস্টার। হুগলির ঘড়ির মোড় থেকে পদযাত্রা শুরু করেন সংগ্রামবাবু। জিটি রোড ধরে উত্তরপাড়ার বালিখাল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পদযাত্রা করেন তিনি। সংগ্রাম জানান, “দিল্লীর ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। ভারতীয় হিসেবে প্রতিটি মানুষের প্রতিবাদ জানান উচিত। তাই কুস্তিগিরদের পাশে থাকতে আমার সংগ্রাম।”
প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছেন কুস্তিগিররা। কিন্তু সংসদ ভবনের সামনে এই দাবি সংক্রান্ত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি হেনস্তার শিকার হন সাক্ষী, ভিনেশরা। রাস্তায় পড়ে মার খাচ্ছেন পদকজয়ীরা, এই ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র। তারপর আন্দোলন আরও তীব্রতর হয়েছে। কুস্তিগিরদের সমর্থনে গর্জে উঠেছে দেশের সাধারণ মানুষ। একাধিক বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বও সাক্ষী-ভিনেশ-বজরংদের সমর্থনে সুর চড়িয়েছেন। আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।