কথামতোই আজ, বুধবার আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থনে মিছিল করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পদযাত্রায় অংশ নিয়েছিলেন বাংলার একাধিক সফল ক্রীড়াবিদ। এদিন মমতা জানিয়েছেন, আগামী দিনেও কুস্তিগিরদের সমর্থনে একাধিক কর্মসূচি নেবেন তাঁরা। বৃহস্পতিবার গোষ্ঠ পালের মূর্তির নীচে মোমবাতি নিয়ে সমাবেশ করবেন ক্রীড়াবিদরা। প্রসঙ্গত, মঙ্গলবারই কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “নিজেরা পরিশ্রম করে পদক জিতেছেন কুস্তিগিররা। সেই পদক নিয়ে কী করবেন সেটা তাঁদের সিদ্ধান্ত। তবে যেভাবে রাস্তায় ফেলে তাঁদের মারধর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ করছি। আমরা সবসময়ে কুস্তিগিরদের পাশে আছি, শেষ পর্যন্ত থাকব তাঁদের পাশে।”
এদিন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বুধবার বিশাল মিছিলে যোগ দেন বাংলার স্বনামধন্য ক্রীড়াবিদরা। সেখানে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ও ক্রিকেটার মনোজ তিওয়ারি। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অ্যালভিটো, বিদেশ বসু সকলেই ছিলেন বুধবারের মিছিলে। মহিলাদের মধ্যে প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদারও মিছিলে অংশ নেন। বুধবার মিছিলের শেষে আবারও কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। “হেনস্থার শিকার হয়ে বিচার চেয়েছেন দেশের পদকজয়ী কুস্তিগিররা। কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না বিজেপি সরকার, কারণ তিনি বিজেপি সাংসদ। তবে আগামীদিনেও কুস্তিগিরদের পাশে থাকব আমরা। একাধিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তাই বৃহস্পতিবার গোষ্ঠ পালের মূর্তির নীচে মোমবাতি নিয়ে অধিবেশনে বসবেন বাংলার ক্রীড়াবিদরা”, জানান মমতা।