রাজধানীতে এখনও আন্দোলনে অনড় কুস্তিগিররা। এবার সাক্ষী-বিনেশ-বজরংদের সমর্থনে তাঁদের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংহ। প্রসঙ্গত, আগামী কয়েক মাসের মধ্যেই এশিয়ান গেমস, আগামী বছরেই অলিম্পিক। এহেন পরিস্থিতিতে অনুশীলন না করে রাস্তায় বসে আন্দোলন করছেন কুস্তিগিররা। কার্যত বিনা প্রস্তুতিতেই এই টুর্নামেন্টে নামতে হবে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের। ফলে পদক জয়ের সম্ভাবনাও অনেকখানি কমে যাবে। পুরো বিষয়টি দেখে বিজেন্দরের মত, “আসলে আর কোনও পথ নেই। একবার ভেবে দেখুন কতখানি সমস্যায় পড়লে খেলোয়াড়রা এইভাবে প্রতিবাদ করেন। আমাদের মতো ক্রীড়াবিদদের কাছে পদকটা আসলে অক্সিজেন। সেটা বিসর্জন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।”
এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একহাত নিয়েছেন বিজেন্দর। তিনি বলেন,”যখন আমরা পদক জিতে ফিরে ফিরি তখন সাতদিনের মধ্যে প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে ডেকে চা খাওয়ান, ছবি তোলেন। কিন্তু আজ পদকজয়ীরা প্রতিবাদ করছেন, পদক ফেলে দিতে চাইছেন। কিন্তু প্রধানমন্ত্রী একবারও বলেননি যে পদক ফেলবেন না। তবে আমরা কুস্তিগিরদের অনুরোধ করছি, কারও উপর রাগ করে এমন সিদ্ধান্ত নেবেন না। এই পদক আসলে দেশের সম্মান,তাকে বিসর্জন দেবেন না।” কুস্তিগিরদের সমর্থনে তাঁদের আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন বিজেন্দর। কিন্তু তাঁকে মঞ্চে থাকার অনুমতি দেওয়া হয়নি। বুধবারই এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক ডাকেন কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা। “গোটা দুনিয়া দেখেছে কীভাবে কুস্তিগিরদের হেনস্তা করা হয়েছে। অন্য সময়ে বেটি বাচাওয়ের কথা বললেও এখন প্রধানমন্ত্রী চুপ। সরকারের তরফে একবারও কুস্তিগিরদের বার্তা দেওয়া হয়নি”, কেন্দ্রকে তোপ দেগে জানান তিনি।