সোমবারই সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাতে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর মঙ্গলবার যখন সুজয়বাবুকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে তখন তাঁর মেজদা অজয়কৃষ্ণ ভদ্র দাবি করলেন, তাঁদের গোটা পরিবারটাই আরএসএসের ভাবধারায় অনুপ্রাণিত। অজয়বাবু নিজে আরএসএস করতেন। বড়দা অমরকৃষ্ণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের হোলটাইমার। তাঁকে সংবাদমাধ্যম প্রশ্ন করে, সুজয়বাবু তথা কালীঘাটের কাকুও কি আরএসএস করতেন? জবাবে তাঁর মেজদা বলেন, “হ্যাঁ। করত তো। আগে আরএসএস করত।”
উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘই যে বিজেপির মূল অনুপ্রেরণা, তা মোটামুটি সকলেরই জানা। এদিন কালীঘাটের কাকুর মেজদা বলেন, “আমার সঙ্গে ওঁর (পড়ুন গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণর) ছোট একটা সমস্যা হয়েছিল। তাই আমি সম্পর্ক রাখি না।” সেইসঙ্গে তিনি জানান, কালীঘাটের কাকু এখন যে দু’টি ফ্ল্যাট নিয়ে থাকেন তার একটি অমরকৃষ্ণের অর্থাৎ বড়দার। তিনি বড়দার ফ্ল্যাটটি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। কিন্তু টাকা পয়সা দিয়ে নাকি অন্যভাবে তা তাঁর জানা নেই বলে দাবি করেন অজয়কৃষ্ণ। বড়দা তাহলে কোথায় থাকেন? এই প্রশ্নে কালীঘাটের কাকুর মেজদা বলেন, “বড়দা তো আরএসএস-এর হোলটাইমার।” তবে তিনি কোথায় থাকেন, তা সবার অজানা বলেই জানিয়েছেন তিনি।