প্রতিবাদী কুস্তিগিরদের দাবি কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেপ্তার করা হোক অবিলম্বে। কিন্তু দিল্লি পুলিশ জানিয়েছে, তাঁদের হাতে এমন কোনও তথ্যপ্রমাণ নেই, যার ভিত্তিতে ব্রিজ ভূষণকে গ্রেফতার করা যাবে।
ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। তার ভিত্তিতেই ব্রিজ ভূষণকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দেশের পদকজয়ী কুস্তিগিররা। ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। তার ভিত্তিতেই ব্রিজ ভূষণকে গ্রেফতারের দাবি জানিয়েছেন দেশের পদকজয়ী কুস্তিগিররা।
দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে, ব্রিজ ভূষণকে গ্রেফতার করার মতো যথেষ্ট প্রমাণ এখনও আমাদের হাতে নেই। আগামী ১৫ দিনের মধ্যে আদালতে আমরা রিপোর্ট পেশ করব। চূড়ান্ত রিপোর্ট বা চার্জশিটের আকারেই এই রিপোর্ট জমা দেওয়া হবে। তবে কুস্তিগিররা যে দাবি করছেন, সেই দাবির সপক্ষে আমাদের হাতে প্রামাণ্য কোনও তথ্য নেই এই মুহূর্তে’।