নতুন বিতর্কের মুখে পড়লেন বিসিসিআই সচিব তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। সোমবার আইপিএলের ফাইনাল ম্যাচের শেষ ওভার চলাকালীন গ্যালারিতে বসে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। ইতিমধ্যেই এ নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। এমন গুরুত্বপূর্ণ একটি পদে বসে তিনি এমন কাজ কীভাবে করতে পারেন? উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, আহমেদাবাদের ৮০০ কোটি টাকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যবস্থাপনার গাফিলতি এদিন প্রকাশ্যে এসেছে। বৃষ্টির পরেও জল নিষ্কাশন ব্যবস্থা ভাল ছিল না। চুল শুকোনোর মেশিন ব্যবহার করতে হয়েছে আধুনিকমানের পিচকে খেলার উপযুক্ত করার জন্য। যা ঘিরে তৈরি হয়েছে শোরগোল। আর তাতেই নতুন মাত্রা যোগ করল জয়ের এহেন অঙ্গভঙ্গি। ভিডিওটি দ্রুত নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।