উত্তর ভারতে বিজেপি বা আরএসএস মানেই নিরামিষ। দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের সদর দফতরে আমিষ ঢোকে না। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে জগৎপ্রকাশ নাড্ডা বা মোহন ভাগবত— এঁরা সবাই নিরামিশাষী। কিন্তু ঘটনা হল, নরেন্দ্র মোদী সরকারের স্বাস্থ্য মন্ত্রী মনসুখ ভাই মাণ্ডবিয়া ডিম খান। তাও এক আধটা নয়। ইদানীং রোজ বিকেল ৫টায় নিয়ম করে ৪ টে ফুল বয়েলড ডিম খান তিনি।
এহেন মনসুখ মাণ্ডবিয়া সোমবার কলকাতায় এসেছিলেন সরকার ও সংগঠনের কাজে। দুপুরে আইসিএমআরে গিয়ে কোভিডের জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ কেমন হচ্ছে, তা দেখে আসেন। বিকেলে আসেন সল্টলেকে রাজ্য বিজেপির নতুন পার্টি অফিসে। তারপর বিকেল পাঁচটার আগেই জানিয়ে দেন, তাঁর কিন্তু চারটে ডিম লাগবে।
খোঁজ নিয়ে দেখা যায় ক্যান্টিনে ডিম বাড়ন্ত। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তখন সল্টলেকের পার্টি অফিসেই ছিলেন। ওমনি ছোটাছুটি পড়ে যায়। তড়িঘড়ি চারটে ডিম সেদ্ধ আনা হয় সেক্টর ফাইভের একটা স্ট্রিট ফুডের দোকান থেকে। কিন্তু তাড়াহুড়ো করে আনতে গিয়ে দেখা যায়, ডিমগুলো হাফ বয়েলড হয়েছে। তাতে মুশকিলই হল। কারণ মন্ত্রী হাফ বয়েলড ডিম দেখে বিরক্ত হলেন। ফের পাঠানো হল আর এক জনকে। শেষমেশ তিনি নিয়ে এলেন ফুল বয়েলড ডিম। তবে এবার ঝুঁকি নেওয়া নয়। তাই ৮টা সেদ্ধ ডিম নিয়ে আসেন তিনি। তার থেকে চারটেই অবশ্য খেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বাকি চারটে কে খেয়েছে কে জানে!