আগেই নীতি আয়োগের বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাননি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, কর্ণাটকের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালরাও। এবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বলে দিলেন, নীতি আয়োগের বৈঠকে যাওয়ার কোনও মানেই নেই। পাশাপাশি নতুন সংসদ ভবন নিয়েও শাসক দল বিজেপিকে এক হাত নিয়েছেন নীতীশ।
জেডিইউ সুপ্রিমো বলেন, ‘নতুন করে একটা সংসদ ভবন বানানোর কী দরকার ছিল? আমাদের পুরনো সংসদ ভবন একটি ঐতিহাসিক ভবন। আমি বারবার বলে আসছি, ক্ষমতায় থেকে এরা দেশের ইতিহাসটাই পাল্টে দিতে চাইছে।’ একইসঙ্গে তিনি বলেছেন, ‘নীতি আয়োগের বৈঠক বা এই নতুন সংসদের উদ্বোধন, এগুলোতে যাওয়ার কোনও মানেই হয় না।’ এদিকে, নীতীশ কুমারের পাশাপাশি শুরু থেকেই এই বৈঠকে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাজস্থানের অশোক গেহলটরা।