বিস্ফোরণের ১১দিন পর এগরার খাদিকুল গ্রামে পা রেখেই গ্রামবাসীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আগেই আসা উচিত ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দেরি হয়ে গিয়েছে আসতে।
বিস্ফোরণে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন তিনি। সেই সঙ্গে পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই সঙ্গে বেআইনি বাজি কারখানা নিয়ে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এগরায় পৌঁছেই গ্রামবাসীদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগরার খাদিকুল গ্রামে পৌঁছে তিনি বলেন, ‘আগেই আসা উচিত ছিল কিন্তু আবহাওয়ার কারণে আসতেই পারিনি। দেরি হয়ে গিয়েছে আসতে। তার জন্য মাথা নত করে ক্ষমা চাইছি। এখানে রাজনীতি করতে আসিনি। আর কোনও প্রয়োজন থাকলে বলবেন।’
এদিন খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে নিহত পরিবারদের হাতে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন। সেইসঙ্গে তিনি বলেছেন, নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন িতনি। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের শিশুদের পড়াশোনার যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এগরা বিস্ফোরণকাণ্ড আমার চোখ খুলে দিয়েছে। বেআইনি বাজি কারখানা বন্ধ নয়া নির্দেশিকা দিয়েছেন তিনি। রাজ্যে গ্রিন বাজি তৈরি হবে। এবং তার জন্য সরকার তৈরি করবে বাজি কারখানা। যাঁরা বেআইনি বাজি কারখানায় কাজ করেন তাঁদের যাতে চাকরি না যায় সেদিকেও নজর রাখবেন বলে জানিয়েছেন তিনি।