একটানা তাপপ্রবাহের পর দু’দিন কালবৈশাখী হতেই কিছুটা নেমে গিয়েছে তাপমাত্রা। শনিবারও রাজ্যে বিকেল পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বৃষ্টির স্পেল থাকবে বলে জানাল আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে ফের মিলবে না বৃষ্টির দেখা। শুধু তাই নয় আগামী ৩ দিনে রাজ্য জুড়ে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহষ্পতিবারের পর ফের বাড়বে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা থাকবে। বিকেল বা সন্ধ্যে থেকে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে হালকা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ি -সহ পার্বত্য এলাকায়।