শিক্ষা দফতরকে না জানিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে বারবার চিঠি, রিপোর্ট তলবের বিষয়টা যে রাজ্য খুব একটা ভাল চোখে দেখছে না, সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে তারপরেও রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে চাইছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু রাজ্যপাল একাই যা সিদ্ধান্ত নেওয়ার নিচ্ছেন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি। সম্প্রতি সাপ্তাহিক রিপোর্ট না পেয়ে একাধিক উপাচার্যকে শোকজ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শোকজের ব্যাপারে প্রশ্ন করা হলে ব্রাত্য বলেন, রাজ্যপালের সঙ্গে আমরা আলোচনা চাইছি। সবাইকে সঙ্গে নিয়ে একটা সদর্থক বৈঠক চাইছি। কিন্তু তিনি এককভাবে কাজ করছেন। শোকজ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা আইনি না বেআইনি, এটা করা যায় কি না, সে ব্যাপারে আইনি পরামর্শ নেব।’ শিক্ষা দফতরকে না জানিয়ে উপাচার্যদের কাছে সাপ্তাহিক রিপোর্ট চাওয়া নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল শিক্ষামন্ত্রীর। দফতরকে না জানিয়ে কেন এমন সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এই শোকজ লেটার ঘিরে রাজ্যপালের সঙ্গে রাজ্যের দ্বন্দ্ব আরও বৃদ্ধি পেয়েছে।