সারা ভারতের মধ্যে প্রথমবার দেখা গেল পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে রাস্তা তৈরির কাজ। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার রায়না-২ ব্লকের বুকে একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই রাস্তা চালু হয়ে গেল। জেলা প্রশাসন জানিয়েছে, দেশে প্রথমবার এধরনের রাস্তা তৈরি হল। আরবের দেশগুলিতে এমন রাস্তা দেখা যায়। দেখলে মনে হবে সবুজের বুক চিরে চলে গিয়েছে নীল রঙের পিচ রাস্তা। কালো পিচের রাস্তা তীব্র গরমে ফেটে যায়। পিচ গলে যায়। কিন্তু প্লাস্টিক মিশিয়ে তৈরি এই নীল রাস্তা বেশি টেকসই হবে। সাধারণ রাস্তার থেকে দুই বা তিনগুণ বেশি সময় পর্যন্ত টিকবে। জল জমার প্রবণতাও থাকবে না। কম হবে দূষণও।
পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা সূত্রে জানা গিয়েছে, রায়না-২ ব্লক ও খণ্ডঘোষ ব্লকের মধ্যেকার সংযোগকারী এই রাস্তা পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তৈরি হয়েছে। প্লাস্টিকের সামগ্রী দিয়ে রাজ্যে আগেও রাস্তা তৈরি হয়েছে। কিন্তু এই রাস্তার বিশেষত্ব হল পিচের ওপর নীল কোটিং দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সফল হলে অন্যান্য এলাকাতেও এধরনের রাস্তা তৈরি করা হবে। ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করেই এই রাস্তা তৈরি করা হচ্ছে। ২২ লক্ষ ৯৪ হাজার টাকা খরচ করে টেকসই এই রাস্তাটি তৈরি করা হয়েছে। এই রাস্তা নির্মাণের জন্য রাজ্য অর্থ কমিশন থেকে ১৪ লক্ষ ৯৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল। পঞ্চায়েত নিজস্ব তহবিল থেকে ৮ লক্ষ টাকা দেয়। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বিভিন্ন জায়গায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরিতে জোর দেওয়া হয়েছে। প্লাস্টিক থেকে দূষণ যাতে না ছড়ায়, সেই কারণেই এই ধরনের বিভিন্ন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।