এবার সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত ২৫ লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। হাইকোর্টের ২৫ লাখ টাকা জরিমানার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। আর জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে হল ১০ জুলাই।
প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। যার ফলে নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে অনুমতি পায় সিবিআই-ইডি। একইসঙ্গে অভিষেক ও কুন্তলকে ২৫ লাখ টাকা করে জরিমানারও নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের সময় নষ্ট করার জন্য এই জরিমানার নির্দেশ দেন বিচারপতি সিনহা। আর তারপরই কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।