এবার ফের নবজোয়ারের মঞ্চে একসঙ্গে হাজির থাকতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মেদিনীপুরের শালবনিতে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি রয়েছে।
সেখানেই একমঞ্চে থাকার সম্ভাবনা দুজনের। এর আগে মালদহে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিষেক ও মমতাকে একই মঞ্চে দেখা গিয়েছিল সেখানে। বিজেপিকে হঠাতে এই নবজোয়ার নবপ্লাবনের রূপ নেবে বলে বলেছিলেন মালদহের মঞ্চ থেকে। এবার জঙ্গলমহলে যাচ্ছেন মমতা। শনিবার পূর্ব মেদিনীপুরের এগরায় যাচ্ছেন মমতা। বেলা ১২টা নাগাদ সেখানে যাওয়ার কথা তাঁর। এরপর শালবনিতে বিকেল চারটেয় নবজোয়ার মঞ্চে যোগ দেবেন তিনি। উল্লেখ্য, এই প্রথমবার জঙ্গলমহলের কোনও কর্মসূচিতে একইসঙ্গে একইমঞ্চে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।