নতুন ঘটনার সাক্ষী রইল ভারতীয় ফুটবল। এই প্রথমবার জাতীয় দলের সঙ্গে যুক্ত হলেন কোনও মনোবিদ। হিরো ইন্টার কন্টিনেন্টাল কাপের আগে সুনীল ছেত্রীদের শিবিরে যোগ দিয়েছেন বিশিষ্ট মনোবিদ শ্যামল বল্লবজী। ফুটবলারদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখাই হবে তাঁর প্রধান কাজ। অতীতে টেনিসের এটিপি ট্যুর, বিভিন্ন আইপিএল দল এবং পেশাদার গল্ফারদের সঙ্গে কাজ করেছেন বল্লবজী। তাঁর অভিজ্ঞতার বিপুল ভাঁড়ার এবার সুনীল, গুরপ্রীতদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। ইন্টার কন্টিনেন্টাল কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান কাপ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন তিনি।
প্রসঙ্গত, এআইএফএফের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর জন্যেই শুধু নয়, একে অপরের প্রতি বিশ্বাস এবং ঐক্য তৈরি করার জন্যেও মানসিক স্বাস্থ্য ভাল রাখার প্রয়োজন। তা ছাড়া কোনও খেলোয়াড় শারীরিক ভাবে বিধ্বস্ত কি না, বা চাপের সময় তাঁর মানসিক অবস্থা কেমন থাকে সেটাও জানা যাবে। আশাবাদী জাতীয় দলের কোচ ইগর স্তিমাচও। তাঁর মতে, দলে সংস্কৃতি এবং সাজঘরে একতা তৈরি হবে মনোবিদ আসায়। এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস, স্নায়ুর চাপ বিবেচনা করে কৌশল তৈরি করাও সহজ হবে। তিনি বলেছেন, “চাপের সময় কে কেমন থাকে সেটা এ বার সহজেই বোঝা যাবে। সেই চাপ কমানোর চেষ্টাও করব আমরা।” শুধু ফুটবলার নয়, কোচিং স্টাফের সঙ্গে কথা বলবেন মনোবিদ। তাঁদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখবেন। পাশাপাশি খেলোয়াড়দের সম্পর্কে বিশদ খুঁটিনাটি তথ্যও গ্রহণ করা হবে।