জার্সির নতুন স্পনসর পেল টিম ইন্ডিয়া। আগামী মাস থেকে ভারতীয় দলের জার্সি তৈরি করার দায়িত্ব এল অ্যাডিডাসের কাঁধে। এই সংস্থার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বিসিসিআই সরকারি ভাবে জানিয়ে দিল সেই কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের সাদা জার্সিতে থাকবে তাদের লোগো। তবে রঙিন জার্সি দেখতে কেমন হবে, তা এখনও জানায়নি বোর্ড। এদিন বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ভারতের বিভিন্ন সময়ের জার্সি তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, অ্যাডিডাস বিভিন্ন ধরনের ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত। ক্রীড়াক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও বানায় তারা।
এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, “ক্রিকেটকে আরও বড় করে তুলতে আমরা বদ্ধপরিকর। ভারতীয় ক্রিকেটারদের আরও ভাল খেলতে উদ্বুদ্ধ করবে এই সংস্থা।” অ্যাডিডাস সংস্থার সিইও বন গুল্ডেন বলেন, “ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ভারতে ক্রিকেট সব থেকে গুরুত্বপূর্ণ খেলা। এমন দলের সঙ্গে যুক্ত হওয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গত দশ বছরে ভারতে ক্রীড়া ক্ষেত্রে সব থেকে বেশি উন্নতি হয়েছে। সেখানে আমরা যুক্ত হতে পেরেছি।” ভারতের পুরুষ দলের পাশাপাশি মহিলা, অনূর্ধ্ব-১৯, ভারত এ এবং বি দলের জার্সিও তৈরি করবে অ্যাডিডাস।