ভুগছেন মারণ রোগ ক্যানসার। ষাটের অঙ্ক পেরিয়েছে বয়স। হাতে আর বেশি সময় নেই। এই অবস্থায় খড়দহের শিবানী চক্রবর্তীর শেষ ইচ্ছা ছিল, প্রিয় তারকাকে চোখের দেখা দেখবেন একটি বার। সেই তারকা আর কেউ নন, বলিউড বাদশা শাহরুখ খান। শাহরুখকে নিজের হাতে মাছের ঝোলভাত রান্না করে খাওয়াবেন, এমনই ভেবেছিলেন তিনি। শিবানীদেবীর মনের কথা সোশ্যাল মিডিয়ায় লেখেন তাঁর মেয়ে প্রিয়া। নিমেষে ভাইরাল হয় সেই পোস্ট। আর সেই খবর পৌঁছয় মুম্বইয়ের বান্দ্রার মন্নত পর্যন্ত। আর তার পরই শিবানীদেবীর ইচ্ছাপূরণ করলেন বাদশা। নিজের ভক্তদের কখনও নিরাশ করেন না শাহরুখ। জন্মদিন হোক বা এমনি কোনও দিন, মাঝরাতেও তাঁকে দেখতে আসা ভক্তদের একঝলক দেখা দেন কিং খান। এবারও তার অন্যথা হল না। মন্নত থেকে সশরীরে না হলেও ভার্চুয়ালি দেখা দিলেন ভক্ত শিবানীদেবীকে। ভিডিও কলে প্রায় ৪০ মিনিট কথা বললেন মা-মেয়ের সঙ্গে। পাশে থাকার আশ্বাসও দিলেন। শীঘ্রই কলকাতায় এসে দেখা করারও প্রতিশ্রুতি দিলেন।
উল্লেখ্য, ২০০০ সাল থেকে শাহরুখের অনুরাগী শিবানীদেবী। তাঁর ঘরময় বাদশার ছবি। দুরারোগ্য ব্যাধি নিয়েও সিনেমা হলে পাঠান দেখতে গিয়েছিলেন তিনি। জীবনের শেষ সময়ে প্রিয় তারকাকে একবার দেখার ইচ্ছা জেগেছিল মনে। মেয়ে প্রিয়ার পোস্ট শাহরুখ খানের ফ্যান ক্লাব ভাইরাল করে দেয়। তার পর তা জানতে পারেন স্বয়ং শাহরুখ। জানা গিয়েছে, শিবানী দেবীর হাতে রান্না করা মাছের ঝোল আর ভাত খেতে চেয়েছেন শাহরুখ। এমনকী মেয়ে প্রিয়ার বিয়েতেও হাজির থাকবেন বলেছেন তিনি। প্রিয় তারকার কথা শুনে আবেগঘন হয়ে পড়েন শিবানীদেবী। বাঁধ মানেনি তাঁর আনন্দাশ্রু।