নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করেছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী। এই ঘটনাকে মোদীর জনপ্রিয়তা হিসাবে দাবি করে আসরে নামে বিজেপি। তার পাল্টা খোঁচা দিয়ে টুইট করেন যশবন্ত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, এবার পাপুয়া নিউ গিনিতেই তাঁকে নির্বাচনের টিকিট দেবেন মোদী।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রাধান্য ঠেকাতে অন্যান্য দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইছে ভারত। সেই জন্য রবিবার জাপানে জি-৭ সম্মেলন সেরেই পাপুয়া নিউ গিনি পৌঁছন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত দশটার পরে সেদেশের রাজধানী পোর্ট মোরেসবিতে পা রাখেন তিনি। বিমানবন্দরে মোদীকে স্বাগত জানানোর সময়েই ভারতীয় কায়দায় প্রণাম করেন মারাপে। ভাইরাল হয়ে যায় পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর এই কাজের ভিডিও। এমনকি মোদীকে পথপ্রদর্শক বলে সম্মান জানান পাপুয়ার প্রধানমন্ত্রী।
মারাপের এই কাজের ব্যাপক প্রশংসা করেন বিজেপির একাধিক নেতা-মন্ত্রীরা। তাঁদের অধিকাংশের মতে, মোদির নেতৃত্বেই আন্তর্জাতিক মহলে ভারতের নাম আরও গৌরবান্বিত হয়েছে। সেই জন্যই ভারতীয় সংস্কৃতি গ্রহণ করছে নানা দেশ। এহেন অবস্থানকেই কটাক্ষ করেছেন যশবন্ত সিনহা। টুইট করে তিনি বলেন, ‘আমি তো ভাবছিলাম আগামী লোকসভা নির্বাচনে লড়ব। তবে সেটা পাপুয়া নিউ গিনি থেকে। আশা করি মোদী নিশ্চই আমাকে একটা টিকিট দেবেন’।