নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। যোগী রাজ্যে মহিলা ও শিশুদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। এবার সেখানের এক বাড়িতে চুরি করতে এসে দামি জিনিস চুরির পাশাপাশি চোর বাড়ির মালকিন ও তাঁর নাবালিকা মেয়েকে তিন গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাফনি এলাকায়।
অভিযোগকারী ব্যক্তি এক জন স্থানীয় ব্যবসায়ী বলে জানা গিয়েছে। চোররা তাঁর বাড়ি থেকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করেছে বলে অভিযোগ। কিন্তু ওই ব্যক্তির স্ত্রী ও মেয়েকে গণধর্ষণের বিষয়টি নিয়ে সন্দেহ হয় পুলিশের। যদিও চুরি ও গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বিষয়টির সত্যতা জানতে তদন্ত করছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে।
সাফনি থানার সাব ইনস্পেক্টর এ ব্যাপারে সোমবার জানিয়েছেন, তিন ব্যক্তির বিরুদ্ধে চুরি ও গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ঘটনা নিয়ে তদন্তও শুরু হয়েছে। রবিবার ওই ব্যক্তি অভিযোগ করেছিলেন, তাঁর বাড়ি থেকে পাঁচ হাজার টাকা নগদ ও মোবাইল ফোন চুরি করে চোরেরা। পালানোর সময় তাঁর স্ত্রী ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে বলে অভিযোগ করেছিলেন ওই ব্যক্তি।
এ নিয়ে সেখানকার পুলিশ সুপার জানিয়েছেন, ওই ব্যক্তি প্রথমে চুরির অভিযোগ দায়ের করেছিলেন। পরে তিনি গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ওই পুলিশ অফিসার বলেছেন, ‘ঘটনাটি একটু সন্দেহজনক। আমরা ঘটনার ব্যাপারে সত্যি জানার চেষ্টা চালাচ্ছি। মা ও নাবালিকা মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’ তবে এই ঘটনা নিয়ে টুইটারে যোগী প্রশাসনকে তীব্র আক্রমণ করেছেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব।