২০২০ সালে বাজেট পেশ করেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন, এলআইসিতে বেসরকারি বিনিয়োগের পথ খুলে যাবে। আর ঠিক তার ২ বছর পর শেয়ার বিক্রির করার কথা ঘোষণা করে কেন্দ্র। যা নিয়ে সেই সময় থেকেই প্রতিবাদে নামে তৃণমূল। এবার এলআইসির বেসরকারিকরণের বিরুদ্ধে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল বাংলার শাসক দল। সোমবার দলের শ্রমিক সংগঠনের প্রতিবাদ কর্মসূচি ছিল ধর্মতলার কাছে চাঁদনি চকে এলআইসি অফিসের সামনে। যেখানে উপস্থিত ছিলেন দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংসদ সৌগত রায়, মন্ত্রী শশী পাঁজা, শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
সমাবেশে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুধু এলআইসি নয়, অনেক সরকারি দফতরও বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। এগুলো রুখতে আমরা যথাসাধ্য চেষ্টা করব। তার জন্য প্রয়োজনে আমরা দিল্লি যাব। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে সরকার পিছু হঠতে বাধ্য হয়।’ ঋতব্রত বলেন, ‘দেশের মানুষের ভরসা এলআইসি। সেটার বেসরকারিকরণ করতে চাইছে কেন্দ্র। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে।’ অন্যদিকে, সৌগত রায় আরও একটি বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, ‘যাঁরা বীমা করছেন, তাঁরা যাতে কোনওভাবে বঞ্চিত না হন, সেই কারণে জাতীয়করণ করা হয়েছিল এলআইসির। এলআইসি ভালই চলছে। সেই এলআইসির বেসরকারিকরণ করতে চাইছে কেন্দ্র সরকার।’