পুলিশের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে রাজ্য ও কলকাতা পুলিশের পদোন্নতি একইসঙ্গে হবে।
সোমবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুলিশের ইন্সপেক্টর রাঙ্কের পদোন্নতি সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, সোমবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পুলিশের পদোন্নতির প্রসঙ্গটি ওঠে।
তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কলকাতা ও রাজ্য পুলিশের পদোন্নতি একইসঙ্গে হবে। তিনি এও জানান, শুধু কলকাতা পুলিশ নয়, রাজ্য পুলিশেরও প্রমোশন হওয়া দরকার। পুলিশের মধ্যে পদোন্নতি নিয়ে যাতে ক্ষোভ তৈরি না হয় তার জন্যই এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।
একদিকে যখন ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের এই আন্দোলন সেই সময়ে এই সিদ্ধান্ত নিয়ে পুলিশকে বিশেষ বার্তা দিল রাজ্য প্রশাসন বলেই মনে করা হচ্ছে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রমোশনের বিষয়টি নিয়ে জট কাটতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশে নিয়োগ নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজিকে।
তিনি জানিয়ে দিয়েছিলেন পুলিশের যাবতীয় শূন্য পদে নিয়োগ তিন মাসের মধ্যেই সেরে ফেলতে হবে। নতুন প্রক্রিয়া সম্পূর্ণ হল নাকি সেই বিষয়ে রিপোর্টও দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু হয়েছে বলেই জানা গিয়েছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ইউনিফর্ম ভাতাও বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। শুধু তাই নয় ১লা সেপ্টেম্বরকে পুলিশ দিবস হিসেবেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সোমবারে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের পর মনে করা হচ্ছে পদোন্নতি নিয়ে রাজ্য প্রশাসন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।