জাপানে জি৭ বৈঠক সেরে দ্বীপ-রাষ্ট্র পাপুয়া নিউগিনিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রোটোকল ভেঙে তাঁর পা ছুঁয়ে বিরল অভ্যর্থনা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জেমস ম্যারাপে। এবার তা নিয়েই মোদীকে কটাক্ষ করলেন সঞ্জয় রাউত। এক ভিডিওতে দেখা যাচ্ছে, ‘শিবসেনার (উদ্ধব বালাসাহেব ঠাকরে)’ রাজ্যসভার সাংসদ বলছেন, ‘এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীর পা ছুঁয়েছেন, এটাকে ভারতীয় জনতা পার্টি এমনভাবে প্রচার করছে…আরে পণ্ডিত নেহেরুরও পা ছুঁতেন অনেকে, আমরা দেখেছি সেসব। লালবাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধীরও পা ছুঁয়েছেন অনেকে।’
এখানেই না থেমে সঞ্জয় আরও বলেন, ‘ওখানকার (পাপুয়া নিউগিনির) জনসংখ্যা আশি লক্ষ। সাড়ে আটশো ভাষা বলা হয় ওখানে। পুরো দ্বীপরাষ্ট্র, এক দ্বীপের থেকে আরেকটা দ্বীপ অনেকটাই আলাদা। বেশিরভাগই আদিবাসীদের বাস। ওখানকার লোকজন ভূত-প্রেত-জাদুর ওপরেই বেশি বিশ্বাস রাখে। তো, ওঁদের হয়ত মনে হয়েছে, হিন্দুস্তান থেকে কোনও বড় জাদুকর এসেছে, ওঁর থেকে কোনও জাদু শেখা উচিত, পরম্পরার মত। যাই হোক, চলুন…’ বলে হেসে সাংবাদিকদের সামনে থেকে উঠে যান রাউত। তবে পাপুয়া নিউগিনির জনসংখ্যা ও ভাষা নিয়ে সঞ্জয় যা যা বলেছেন, তাতে তথ্যগত ভুল বিশেষ নেই।