আচমকাই দুর্ভোগের কবলে পড়লেন নিত্যযাত্রীরা। নৈহাটিতে সিগন্যালিংয়ের সমস্যার জেরে শিয়ালদহ-নৈহাটি শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে গন্তব্যে পৌঁছতে রীতিমতো কালঘাম ছুটল যাত্রীদের। শিয়ালদহ-নৈহাটির পাশাপাশি ব্যান্ডেল শাখাতেও দেরিতে চলছে ট্রেন। যাত্রীদের দাবি, সোমবার সকাল থেকে ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। নির্ধারিত সময়ে ট্রেন পাওয়া যাচ্ছে না। প্রতিটি ট্রেনই প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত দেরিতে আসছে। তার ফলে প্রতিটি ট্রেনে যাত্রীসংখ্যা অত্যন্ত বেশি। কারণ, শিয়ালদহ-নৈহাটি শাখায় প্রতিদিন যাত্রীসংখ্যা যথেষ্ট বেশিই থাকে। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় তাই সমস্যা তৈরি হচ্ছে। কখন এই সমস্যা মিটবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি রেলের তরফ থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, রেলযাত্রায় ব্যাঘাত লেগেই রয়েছে। এর আগে শনিবার রাতে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের বগি ও ইঞ্জিন আলাদা হয়ে যায়। পশ্চিম মেদিনীপুরের নেকুরসেনি স্টেশনে প্রায় ঘণ্টাপাঁচেক আটকে থাকে ট্রেন। ভোগান্তির শিকার হন যাত্রীরা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। প্রায় ছ’ঘণ্টা দেরিতে হাওড়ায় পৌঁছয় বাংলার দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন। সোমবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল হয়েছে।