২৪-র আগে ফের বিরোধী ঐক্য শান। কলকাতায় এবার অরবিন্দ কেজরিওয়াল। কবে? মঙ্গলবার শহরে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী। নবান্নের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।
বছর ঘুরলেই লোকসভা ভোট। এপ্রিলের শেষের দিকে কলকাতায় এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সঙ্গে তেজস্বী যাদবও। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তাঁরা।
বৈঠক শেষে মমতা বলেন, ‘আমি নীতীশজিকে বলেছি, যদি আমরা এক হয়ে লড়তে পারি তাহলে বিজেপিকে হারানো সম্ভব। মিডিয়ার সাহায্যে ন্যারোটিভ বানিয়ে বানিয়ে বিজেপি অনেক বড় হিরো হয়ে গিয়েছে। আমরা তো চাই বিজেপিকে জিরো বানাতে’।
বস্তুত, বিরোধী জোটে শামিল হতে তাঁর যে কোনও আপত্তি নেই, সেকথাও জানিয়ে দিয়েছেন মমতা। এবার আসছেন দিল্লির মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।