আচমকাই দুর্ঘটনার কবলে পড়ল ডাউন পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এমনটাই জানিয়েছেন যাত্রীদের একাংশ। তাঁদের দাবি, আচমকা বিকট শব্দ হয়। তারপরই থেমে যায় বন্দে ভারত এক্সপ্রেস। পাইলট কেবিনের ‘উইন্ডশিল্ড’-এ ফাটল ধরেছে। আরও দুটি কামরার কাঁচেও ফাটল ধরে গিয়েছে। ট্রেনের ভিতরের মূল আলো চলে গিয়েছে। তবে ঘটনায় কোনও যাত্রীর চোট লাগেনি বলে দাবি করেছেন তাঁরা। বিষয়টি নিয়ে রেলের তরফে অবশ্য আপাতত কিছু জানানো হয়নি। শনিবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিনের যাত্রায় ডাউন পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে সেই বিপত্তি ঘটেছে বলে দাবি করেছেন যাত্রীরা।
প্রসঙ্গত, ট্রেনের ভিতর থেকে ভিডিয়োবার্তায় ইউটিউবার ‘এক্সপ্লোলার শিবাজি’ জানিয়েছেন, রবিবার বিকেল ৪ টে ৪৫ মিনিট জাজপুর কেওনঝড় রোড ছাড়ার পরই বন্দে ভারত এক্সপ্রেস একটা বিকট শব্দ হয়। প্রবল বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে পড়ে ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন। পাইলট কেবিনের উইন্ডশিল্ডেও চিড় ধরেছে। সি৩ (চেয়ার কার) এবং সি১২ (চেয়ার কার) কোচের বাঁ-দিকের একটি করে জানালাতেও চিড় ধরেছে বলে জানিয়েছেন তিনি। ‘এক্সপ্লোলার শিবাজি’ আরও জানিয়েছেন, আপাতত বন্দে ভারত এক্সপ্রেসের যে মূল আলো, তা আপাতত নিভে গিয়েছে। রেল কর্তৃপক্ষ যথেষ্ট সক্রিয় আছে। যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি জানিয়েছেন যে, সেভাবে আহত হননি কোনও যাত্রী।