শুক্রবার রাতে ২০০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণার পরই দেশজুড়ে হইচই পড়ে যায়। বিজ্ঞপ্তি দিয়ে আরবিআই-এর তরফে জানানো হয়, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাঙ্কে জমা করে ফেলুন। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাঙ্কেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে।
তবে বিজ্ঞপ্তিতেই আরও একবার ‘নোটবন্দি’র জুজু দেখছে দেশবাসী। এ নিয়ে ইতিমধ্যেই মোদী সরকারকে আক্রমণ করছে বিরোধীরা। আবার, সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে মিমের বন্যা। ২ হাজার টাকার নোটের আত্মার শান্তিকামনা করে মিম পোস্ট করেছেন অজস্র নেটিজেন। লিখছেন ‘আরআইপি ২০০০’।
একটি ছবিতে যেমন দেখা যাচ্ছে ২ হাজার টাকার নোটের ফ্রেমবন্দি ছবিতে ঝুলছে মালা। আবার ২০১৬ সালে বাতিল হওয়া ৫০০ এবং ১০০০ এর নোটের সঙ্গে কথোপকথন হচ্ছে ২০০০ এর নোটের। তারা এই নোটটিকে সহমর্মিতা জানাচ্ছেন। ২ হাজার টাকার নোট বাজারে আসার পর থেকেই একাধিক জল্পনা রটেছিল। কেই বলেছিলেন এতে ন্যানো চিপ রয়েছে। কেউ বলেছিলেন জিপিএস ট্র্যাকার রয়েছে। সে সব নিয়েও ঠাট্টা তামাশা কম হচ্ছে না।