২০০০ টাকার নোট প্রত্যাহার নিয়ে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে ফের একটি টুইট করে কেন্দ্রের এই সিদ্ধান্তকে তুঘলকি বলে উল্লেখ করেন তিনি। মমতা লেখেন, ‘আরও একবার কেন্দ্রের তুঘলকি এবং খামখেয়ালি নোটবন্দির নাটক। ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে। চূড়ান্ত হেনস্থার শিকার হবেন সকলে’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ২০০০ নোট প্রত্যাহারের সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রের সরকার কতটা জনবিরোধী। তিনি টুইটে লেখেন, ‘এই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আদতে জনবিরোধী এবং পুঁজিবাদী মনোভাবাপন্ন সরকারের পরিচয়। এই ধরনের দুঃসাহসিকতা এবং একনায়কতন্ত্রিক সরকারকে জনগণ কখনও ক্ষমা করবে না’।
সাত বছর আগেকার নোটবন্দির তিক্ত স্মৃতি এখনও সকলের মনে তাজা। মোদী আমলে দ্বিতীয়বার নোট প্রত্যাহারের সিদ্ধান্তকে সমালোচনায় বিঁধতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি এই সিদ্ধান্তের সমালোচনায় তৃণমূল সুপ্রিমো লেখেন, ‘তাহলে এটা ২০০০ টাকার ধমাকা ছিল না। এটা আসলে কোটি কোটি ভারতীয়কে কোটি কোটি টাকার ধোঁকা ছিল। এখনই সময়, সমস্ত ভাই বোনকে অনুরোধ করছি, আপনারা জেগে উঠুন। নোটবন্দী অর্থাৎ ডিমানিটাইজেশনের সময় আমরা যে অসুবিধার মুখোমুখি হয়েছিলাম তা ভোলার নয়। যারা এই পরিস্থিতির মধ্যে আমাদের ফেলেছিল, তাদের কখনও ক্ষমা করবেন না’।