এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ২০১৪ সালের টেটে যে সব সংরক্ষিত প্রার্থী ৮২ নম্বর পেয়েছিলেন ও পরবর্তী ক্ষেত্রে পর্ষদের নির্দেশিকা অনুযায়ী আবেদন করেছিলেন তাঁদের ১৬তম পর্যায়ে ইন্টারভিউ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্দেশিকায় তারা জানিয়েছে, আগামী ২৬ মে এই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইতিমধ্যেই ১৫ তম পর্যায়ে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া কার্যত শেষ।
অর্থাৎ জেলাভিত্তিক আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১১ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে এই নিয়োগের জন্য। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মে মাসের মধ্যেই ১১ হাজার নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তবে পর্ষদ সূত্রে খবর, গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হতে হতে জুন মাস হয়ে যাবে। ১৬তম পর্যায়ে ইন্টারভিউ নেওয়ার পর আরও কিছু সংখ্যক প্রার্থীর ইন্টারভিউ নেওয়া বাকি থাকবে। সেই ইন্টারভিউ প্রক্রিয়া জুনের প্রথম দিকেই শেষ করে নেওয়া সম্ভব বলে দাবি পর্ষদের।