এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের দিন বিকেলে সাংবাদিক বৈঠক করে মৃত ও জখমদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ভার্চুয়াল বক্তৃতায় মমতা জানিয়ে দিলেন তিনি এগরা যাবেন।
হাওয়া অফিসের পূর্বাভাস হল, সপ্তাহ শেষে দুর্যোগ হবে বাংলায়। মমতা এদিন জানিয়েছেন, আবহাওয়া ঠিক হলেই তিনি এগরার গ্রামে যাবেন।
এগরার বিস্ফোরণের ঘটনার দিনই ৯ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার রাতে কটকের রুদ্র হাসপাতালে মৃত্যু হয় ওই বাজি কারখানার মালিক ভানু বাগের। বিস্ফোরণের পর সে পালিয়ে গিয়ে কটকের হাসপাতালে ভর্তি হয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। নাম ভাঁড়িয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে।
কটক থেকেই ভানু বাগের ছেলে ও ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্তভার নিয়েছে সিআইডি। শুক্রবার এগরা থানার আইসিকে বদল করেছে প্রশাসন। ইতিমধ্যেই এই বিস্ফোরণ কাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানউতরও তৈরি হয়েছে। মন্ত্রী মানস ভুঁইঞার নেতৃত্বে প্রতিনিধি দলকে ওই গ্রামে যায়। এখন দেখার মমতা কবে যান খাদিকুলে।