তাঁর দুরন্ত শতরানে ভর করেই বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে তাদের ঘরের মাঠে আট উইকেটে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে আইপিএলে শতরান করলেও বিরাট কোহলির মন পড়ে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। টি-টোয়েন্টির মধ্যেই টেস্ট ক্রিকেটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। হায়দ্রাবাদের বিরুদ্ধে ১২টি চার ও চারটি ছক্কা মেরেছেন বিরাট। কিন্তু প্রতিটিই নয়নাভিরাম ক্রিকেটীয় শট। ম্যাচের সেরা হওয়ার পরে বিরাট বলেছেন, ‘‘আমি এমন এক জন ক্রিকেটার যে খুব বেশি আধুনিক শট খেলতে পছন্দ করি না। আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাই নিজের টেকনিক ঠিক রাখতে হবে আমাকে।’’ বিরাটের এই কথা থেকেই পরিষ্কার, এ বার টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া তিনি।
প্রসঙ্গত, আগের কয়েকটি ম্যাচে রান না পেলেও চাপ পড়েনি বিরাটের উপর। কারণ, নেটে ভাল ব্যাট করছিলেন। তিনি জানতেন ছন্দে ফিরবেন। বিরাট বলেছেন, ‘‘গত কয়েকটা ম্যাচে রান না পেলেও নেটে ভাল ব্যাট করছিলাম। আমি কোনও দিন অতীত রেকর্ড দেখিনি। এমনিতেই আমি নিজেকে এতটা চাপে রাখি যে বাইরে কে কী বলল সে দিকে নজর দিই না। আমার কাজ দলের জন্য ভাল খেলা। দলকে জেতানো। সেটা করার চেষ্টা করি।’’ ফ্যাফ ডুপ্লেসির সঙ্গে এ বারের আইপিএলে সব থেকে বেশি রানের জুটি গড়েছেন কোহলি। দু’জনের এই সাফল্যের রহস্যও ফাঁস করেছেন বিরাট। ‘‘আমাদের দু’জনের শরীরেই ট্যাটু আছে। তাই হয়তো আমাদের এত মিল। সত্যি বলতে, ডুপ্লেসি খুব ভাল ব্যাটার। এত অভিজ্ঞ ব্যাটার। ওর সঙ্গে ব্যাট করতে খুব ভাল লাগে’’, বক্তব্য ‘চেজমাস্টার’-এর।