এবার মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই পটেল, মোরারজি দেশাইয়ের সঙ্গে নরেন্দ্র মোদীকে এক আসনে বসিয়ে দিলেন অমিত শাহ! ‘দিল্লি গুজরাতি সমাজ’ সংগঠনের ১২৫ বছর উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, দেশের স্বাধীনতার লড়াইয়ে মহাত্মা গান্ধীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা প্রাপ্তির পর দেশকে অখণ্ড রাখাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই পটেল। আর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা ছিল মোরারজি দেশাইয়ের।
প্রসঙ্গত, জরুরি অবস্থান পর ১৯৭৭ সালে প্রধানমন্ত্রী হন মোরারজি। তার আগে, জরুরি অবস্থার দিনগুলিতে তাঁর মতো কংগ্রেসের বহু নেতাকেই জেলে পুরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অমিতের তালিকায় চতুর্থ নাম নরেন্দ্র মোদী। শাহের কথায়, গোটা বিশ্বে আজ ভারতকে নিয়ে বিশেষ আগ্রহ তৈরির অবদান মোদীজির। তবে গান্ধী, পটেল, মোরারজির সঙ্গে একই বন্ধনীতে মোদীজিকে রাখা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। প্রথম তিনজন যে গুণগুলির জন্য কালজয়ী, মোদীর বিরুদ্ধে ঠিক সেই সেই ক্ষেত্রে বিপরীত অবস্থান নেওয়ার অভিযোগে সরব বিরোধীরা।